ফতোয়া: মুফতি মেরাজ তাহসিন

ফতোয়া নং: ৪৫৪০
তারিখ: ১-অক্টোবর-২০১৬
বিষয়:

নামাযের তাকবীরে "আল্লাহ" এর প্রথম আলিফ লম্বা করে পড়া৷

প্রশ্ন
আজ এক মসজিদে আছরের নামায পড়তে গিয়েছিলাম৷ ইমাম সাহেব তাকবীরে তাহরিমার সময় "আল্লাহ" এর প্রথম আলিফ লম্বা করে পড়ল৷ অতপর নামায হয়েছে কিনা এ নিয়ে কিছু লোকের মাঝে মতানক্য
সৃষ্টি হয়ে গেছে৷ মুফতি সাহেবের নিকট জানতে
চাই, নামাযের তাকবীরে "আল্লাহ" এর প্রথম আলিফ লম্বা করে পড়লে নামায হবে কিনা?
উত্তর
নামাযের তাকবীরে "আল্লাহ" এর প্রথম আলিফ
লম্বা করে পড়লে নামায হয় না৷ অতএব প্রশ্নে বর্নিত সুরতে আপনাদের আছরের নামায কারো হয়নি৷ পুনরায় পড়া জরুরী৷
দলিলঃ
গুনিয়াতুল মুস্তামলি পৃঃ ২২৭, ( নুমানিয়া)
‎لو ادخل المد في الف لفظة الله كما يدخل في قوله تعالي الله اذن لكم وشبهها تفسد صلاته ان حصل في اثنائها عند اكثر المشائخ ولا يصير شارعا به في ابتدائها ويكفر لو تعمده لانه استفهام ومقتضاة الشك في كبريائه تعالي
হাশিয়াতুত তাহত্বাবী আলাল মারাকী পৃঃ ২৭৯ ( রশিদিয়া); আদ দুররুল মুখতার ১/৪৮০ (সাঈদ); নাহরুল ফায়েক ১/২১২ (রশিদিয়া)৷
উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন
01756473393
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
এ বিষয়ে আরো ফতোয়া:
এ বিভাতের বাকি সকল ফতোয়া এখানে পাবেন : বিভাগ আজান-নামাজ