ফতোয়া: মুফতি মেরাজ তাহসিন

ফতোয়া নং: ৪৫১৩
তারিখ: ১-অক্টোবর-২০১৬
বিষয়:

কুরআন শরীফের কভারের উপর অযু বিহিন স্পর্শ করা৷

প্রশ্ন
বাজারে যে নূরানী হাফেজী কুরআন মজীদ পাওয়া যায় তার উপরে প্লাস্টিকের কভার থাকে। বিনা অযুতে কি এই কভারের উপর দিয়ে কুরআন মজীদ স্পর্শ করা যাবে?
উত্তর
না, অযু ছাড়া এই কভারের উপর স্পর্শ করা যাবে না। -রদ্দুল মুহতার ১/১৭৩-১৭৪; ইমদাদুল ফাত্তাহ
পৃ. ১৪৬৷
উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন
01756473393
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
এ বিষয়ে আরো ফতোয়া:
এ বিভাতের বাকি সকল ফতোয়া এখানে পাবেন : বিভাগ অজু