ফতোয়া: মুফতি মেরাজ তাহসিন

ফতোয়া নং: ৪৪৫০
তারিখ: ১-সেপ্টেম্বর-২০১৬
বিষয়:

ক) নামাযে ইমাম রুকুতে থাকলে আগত মুক্তাদির করণীয় কী ?...

প্রশ্ন
ক)
নামাযে ইমাম রুকুতে থাকলে আগত
মুক্তাদির করণীয় কী ? এ সময় মুক্তাদি
হাত বাঁধবে কি ?
খ) ইমামের শেষ বৈঠকে মাসবুকের
করণীয় কী ? মাসবুক কি কিছু পড়বে ?
বিস্তারিত জানালে খুব উপকার হত।
উত্তর
ক)
প্রশ্নোক্ত ক্ষেত্রে ঐ ব্যক্তি দাঁড়ানো অবস্থায় তাকবীরে তাহরীমা বলে নামাযে শরিক হবে। অতপর আবার তাকবীর বলে রুকুতে যাবে। এক্ষেত্রে তাকবীরে তাহরীমার পর হাত বাঁধবে না এবং সানাও পড়বে না। মুসান্নাফে ইবনে আবী শাইবা , হাদীস ২৫২৮ ; ফাতাওয়ায়ে খানিয়া
১/৮৮ ; আদ্দুররুল মুখতার ১/৪৮৭ ; শরহুল মুনয়াহ
৩০১৷
খ)
মাসবুক ব্যক্তি ইমামের শেষ বেঠকে শুধু তাশাহহুদ পড়বে এবং কিছুটা ধীর গতিতে পড়বে। যাতে ইমাম সালাম ফেরানো পর্যন্ত তাশাহহুদ পড়া চলতে থাকে। আর যদি ইমামের সালামের আগে তাশাহহুদ শেষ হয়ে যায় তাহলে এক্ষেত্রে বাকি সময় তাশাহহুদের শেষে যে কালিমায়ে শাহাদাত আছে তা বার বার পড়তে থাকবে।
মুসান্নাফে আব্দুর রাযযাক, হাদীস ৩০৯১; ফাতওয়া খানিয়া
১/১০৩; ইমদাদুল মুফতীন ২৯৬;আদ্দুররুল মুখতার ১/৫১১৷ উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন
01756473393
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
এ বিষয়ে আরো ফতোয়া:
এ বিভাতের বাকি সকল ফতোয়া এখানে পাবেন : বিভাগ আজান-নামাজ