Login | Register

ফতোয়া: মুফতি মেরাজ তাহসিন

ফতোয়া নং: ৪৪৪৩
তারিখ: ১/৮/২০১৬
বিষয়: বিবাহ-তালাক

নওশীনের মা ও মাহরোস আহসানের মা সহোদর বোন। নওশীনের বয়স...

প্রশ্ন
নওশীনের মা ও মাহরোস আহসানের মা সহোদর বোন। নওশীনের বয়স ৬মাস
কালে তার মা অসুস্থ হওয়াতে তার খালার
(মাহরোস আহসানের মায়ের) দুধ পান করে।
আমাদের জানামতে নওশীন ও মাহরোস
আহসানের মধ্যে বিবাহ বৈধ নয়।
জানার বিষয় হল , মাহরোস আহসানের সাথে
নওশীনের ছোট বোন নোভার বিবাহ
হতে পারবে কি না? নোভা তো মাহরোস
আহসানের মার দুধ পান করেনি।
মাহরোস আহসান ও নোভার মধ্যে বিয়ে
হওয়া জায়েয ও নাজায়েয নিয়ে মত পার্থক্য
দেখা দিয়েছে বিধায় বিষয়টি বিস্তারিতভাবে
দলীলাদি দিয়ে সমাধান দেওয়ার জন্য বিনীত
অনুরোধ করছি।
উত্তর
প্রশ্নোক্ত ক্ষেত্রে নোভা যেহেতু মাহরোস আহসানের মায়ের দুধ পান করেনি তাই
তারা একে অন্যের দুধ সম্পর্কের মাহরাম নয়।
বোন দুধ পান করার কারণে নোভার সাথে দুধ
সম্পর্কীয় আত্মীয়তার বন্ধন সৃষ্টি হয়নি।
সুতরাং মাহরোস আহসানের সাথে নোভার বিবাহ জায়েয হবে। বাদায়েউস সানায়ে ৩/৪০০; আল মাবসূত ইমাম সারাখসী ৫/১৩৭৷ উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন
01756473393
এ বিষয়ে আরো ফতোয়া:
বিবাহ-তালাক এর উপর সকল ফতোয়া >>

Execution time: 0.01 render + 0.00 s transfer.