ফতোয়া: মুফতি মেরাজ তাহসিন

ফতোয়া নং: ৪৪৪২
তারিখ: ১-সেপ্টেম্বর-২০১৬
বিষয়:

আমার প্রতিবেশী এক লোক এক মাস আগে কাদিয়ানী হয়ে গেছে।...

প্রশ্ন
আমার প্রতিবেশী এক লোক এক মাস আগে কাদিয়ানী হয়ে গেছে। নাউযুবিল্লাহ।
তার স্ত্রী ও এলাকার লোকজন তাকে
অনেক বোঝানোর চেষ্টা করেছে।
তবুও সে ইসলামে ফিরে আসেনি। তখন
স্ত্রী বাবার বাড়িতে চলে যায়। এখন তার
স্ত্রী জানতে চায়, স্বামী কাদিয়ানী হয়ে
যাওয়ার কারণে তাদের বৈবাহিক সম্পর্ক কি ছিন্ন
হয়ে গেছে ? যদি তাই হয় তাহলে সে
অন্যত্র বিবাহ করতে চাইলে তার করণীয়
কী ? তাকে ইদ্দত পালন করতে হবে কি না?
ইদ্দত পালন করতে হলে কীভাবে পালন
করবে ?
উত্তর
কাদিয়ানী সম্প্রদায় কাফের। সুতরাং প্রশ্নোক্ত
ব্যক্তি কাদিয়ানী হয়ে যাওয়ার কারণে সে মুরতাদ
ও কাফের হয়ে গেছে। এবং কাদিয়ানী হয়ে
যাওয়ার সাথে সাথে তাদের বৈবাহিক সম্পর্কও
ছিন্ন হয়ে গেছে। এখন স্ত্রীকে তালাকের ইদ্দতের মতো ইদ্দত পালন করতে হবে।
অর্থাৎ সে অন্তঃসত্তা হলে সন্তান ভূমিষ্ঠ হওয়া
পর্যন্ত আর ঋতুমতী হলে পূর্ণ তিনটি ঋতুস্রাব
শেষ হওয়া পর্যন্ত ইদ্দত পালন করতে হবে। ইদ্দত শেষ হয়ে গেলে সে অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে। এর আগে অন্যত্র বিবাহ করা বৈধ হবে না। আলমাবসূত ৫/৪৯; আদ্দুররুল মুখতার ৩/১৯৩;
বাদায়েউস সানায়ে ২/৬৫৫; আলমুহীতুল বুরহানী
৪/১৯৫ আলহীলাতুন নাজিযা ১৮১৷

উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
এ বিষয়ে আরো ফতোয়া:
এ বিভাতের বাকি সকল ফতোয়া এখানে পাবেন : বিভাগ হায়েয-নেফাস