ফতোয়া: মুফতি মেরাজ তাহসিন

ফতোয়া নং: ৪৪২৯
তারিখ: ১-সেপ্টেম্বর-২০১৬
বিষয়:

আমরা তিন ভাই। মা জীবিত আছেন। বাবা মারা যাওয়ার পর...

প্রশ্ন
আমরা তিন ভাই। মা জীবিত আছেন। বাবা মারা যাওয়ার পর তার রেখে
যাওয়া সম্পত্তি বণ্টন করা হয়নি। অবশ্য
বাবা খুব বেশি সম্পত্তি রেখে যাননি।
আমরা তিন ভাই চাকুরি করি।
প্রত্যেকের নিজস্ব কিছু কিছু সম্পদ
আছে। কুরবানীর সময় আমরা তিনভাই
মিলে মায়ের নামে একটি ছাগল
কুরবানী করে থাকি। আমি জানতে চাই ,
এভাবে আমাদের কুরবানী করা সহীহ
হচ্ছে কি না ?
উত্তর
আপনার বাবার রেখে যাওয়া সম্পত্তি বণ্টন করলে আপনারা প্রত্যেকে যে পরিমাণ সম্পত্তির মালিক হবেন তার সাথে প্রত্যেকের নিজস্ব মালিকানাধীন সম্পত্তি যোগ করলে যার মালিকানায় মৌলিক প্রয়োজনের অতিরিক্ত সাড়ে বায়ান্ন তোলা রূপার মূল্য সমপরিমাণ সোনা-রূপা, টাকা পয়সা বা অন্যান্য সম্পত্তি থাকবে তার উপর কুরবানী করা ওয়াজিব হবে। সে হিসেবে যার উপর কুরবানী ওয়াজিব হবে তাকে পৃথকভাবে অন্তত: একটি ছাগল, ভেড়া বা দুম্বা অথবা বড় পশুতে এক সপ্তমাংশে শরীক হয়ে নিজের কুরবানী আদায় করতে হবে। কয়েক ভাই মিলে মায়ের নামে ছাগল কুরবানী করার দ্বারা আপনাদের ওয়াজিব কুরবানী আদায় হবে না। অবশ্য যদি আপনাদের কারো উপরোক্ত পরিমাণে সম্পদ না থাকে সেক্ষেত্রে কুরবানী ওয়াজিব হবে না। কেউ করলে তা নফল হিসাবে আদায় হবে। -ফাতওয়া হিন্দিয়া ১/১৮১; এলাউস সুনান
১৭/২১০৷
উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন
01756473393
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
এ বিষয়ে আরো ফতোয়া:
এ বিভাতের বাকি সকল ফতোয়া এখানে পাবেন : বিভাগ কুরবানী