ফতোয়া: মুফতি মেরাজ তাহসিন

ফতোয়া নং: ৪৪২৮
তারিখ: ১-সেপ্টেম্বর-২০১৬
বিষয়:

আসসালামু আলাইকুম, মুরগির নারি ভুরি খাওয়া জায়েজ নয়, তাহলে গরুর...

প্রশ্ন
আসসালামু আলাইকুম, মুরগির নারি ভুরি খাওয়া জায়েজ নয়, তাহলে
গরুর নারি ভুরি খাওয়া কি জায়েজ না কি না
জায়েজ? এই দুই টার মধ্যে পারথক্ক কি ?
রেফেরেন্স সহ জানালে খুশি হব।
উত্তর
‎ﻭﻋﻠﻴﻜﻢ ﺍﻟﺴﻼﻡ ﻭﺭﺣﻤﺔ ﺍﻟﻠﻪ ﻭﺑﺮﻛﺎﺗﻪ ‎ﺑﺴﻢ ﺍﻟﻠﻪ ﺍﻟﺮﺣﻤﻦ ﺍﻟﺮﺣﻴﻢ গরুর নাড়ি তথা রগ খাওয়া জায়েজ নয়। তবে ভুরি খাওয়া জায়েজ আছে। তবে ময়লা থেকে পরিস্কার করে নেয়া আবশ্যক। মুরগীর নাড়ি থাকে, কিন্তু ভুরি বলতে কিছু থাকে কি না? আমাদের জানা নেই। হালাল পশুর ৭টি অঙ্গ হারাম। যথা- ১- প্রবাহিত রক্ত। ২- নর প্রাণীর পুং লিঙ্গ। ৩- অন্ডকোষ। ৪- মাদী প্রাণীর স্ত্রী লিঙ্গ। ৫- মাংসগ্রন্থি। ৬- মুত্রথলি। ৭- পিত্ত। এছাড়া বাকি সবই খাওয়া জায়েজ।
‎ﻭَﺃَﻣَّﺎ ﺑَﻴَﺎﻥُ ﻣَﺎ ﻳَﺤْﺮُﻡُ ﺃَﻛْﻠُﻪُ ﻣِﻦْ ﺃَﺟْﺰَﺍﺀِ ﺍﻟْﺤَﻴَﻮَﺍﻥِ ﺍﻟْﻤَﺄْﻛُﻮﻝِ
‎ﻓَﺎَﻟَّﺬِﻱ ﻳَﺤْﺮُﻡُ ﺃَﻛْﻠُﻪُ ﻣِﻨْﻪُ ﺳَﺒْﻌَﺔٌ : ﺍﻟﺪَّﻡُ ﺍﻟْﻤَﺴْﻔُﻮﺡُ، ﻭَﺍﻟﺬَّﻛَﺮُ،
‎ﻭَﺍﻟْﺄُﻧْﺜَﻴَﺎﻥِ، ﻭَﺍﻟْﻘُﺒُﻞُ، ﻭَﺍﻟْﻐُﺪَّﺓُ، ﻭَﺍﻟْﻤَﺜَﺎﻧَﺔُ، ﻭَﺍﻟْﻤَﺮَﺍﺭَﺓُ ﻟِﻘَﻮْﻟِﻪِ
‎ﻋَﺰَّ ﺷَﺄْﻧُﻪُ } ﻭَﻳُﺤِﻞُّ ﻟَﻬُﻢُ ﺍﻟﻄَّﻴِّﺒَﺎﺕِ ﻭَﻳُﺤَﺮِّﻡُ ﻋَﻠَﻴْﻬِﻢُ
‎ﺍﻟْﺨَﺒَﺎﺋِﺚَ { [ ﺍﻷﻋﺮﺍﻑ : 157 ] ﻭَﻫَﺬِﻩِ ﺍﻟْﺄَﺷْﻴَﺎﺀُ ﺍﻟﺴَّﺒْﻌَﺔُ ﻣِﻤَّﺎ
‎ﺗَﺴْﺘَﺨْﺒِﺜُﻪُ ﺍﻟﻄِّﺒَﺎﻉُ ﺍﻟﺴَّﻠِﻴﻤَﺔُ ﻓَﻜَﺎﻧَﺖْ ﻣُﺤَﺮَّﻣَﺔً . ( ﺑﺪﺍﺋﻊ
‎ﺍﻟﺼﻨﺎﺋﻊ، ﻛﺘﺎﺏ ﺍﻟﺘﻀﺤﻴﺔ، ﺑﺎﺏ ﺻﻔﺔ ﺍﻟﺘﻀﺤﻴﺔ، ﻓَﺼْﻞٌ
‎ﻓِﻲ ﺑَﻴَﺎﻥُ ﻣَﺎ ﻳَﺤْﺮُﻡُ ﺃَﻛْﻠُﻪُ ﻣِﻦْ ﺃَﺟْﺰَﺍﺀِ ﺍﻟْﺤَﻴَﻮَﺍﻥِ
‎ﺍﻟْﻤَﺄْﻛُﻮﻝِ - 5/61 ، ﻭﻛﺬﺍ ﻓﻰ ﺍﻟﻔﺘﺎﻭﻯ ﺍﻟﻬﻨﺪﻳﺔ - 5/290 ،
‎ﻭﻓﻰ ﺭﺩ ﺍﻟﻤﺤﺘﺎﺭ، ﻛﺘﺎﺏ ﺍﻷﺿﺤﻴﺔ )
‎ﺍﻟﻐُﺪَّﺓُ ﻭﺍﻟﻐُﺪﺩَﺓُ : ﻛُﻞُّ ﻋُﻘْﺪَﺓٍ ﻓِﻲ ﺟَﺴَﺪِ ﺍﻹِﻧﺴﺎﻥ ﺃَﻃﺎﻑ
‎ﺑِﻬَﺎ ﺷَﺤْﻢ . ﻭﺍﻟﻐُﺪَﺩُ : ﺍﻟَّﺘِﻲ ﻓِﻲ ﺍﻟﻠَّﺤْﻢِ، (ﻟﺴﺎﻥ ﺍﻟﻌﺮﺏ،
‎ﻓﺼﻞ ﺍﻟﻐﻴﻦ ﺍﻟﻤﻌﺠﻤﺔ ) ‎ﻭﺍﻟﻠﻪ ﺍﻋﻠﻢ ﺑﺎﻟﺼﻮﺍﺏ উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন
01756473393
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
এ বিষয়ে আরো ফতোয়া:
এ বিভাতের বাকি সকল ফতোয়া এখানে পাবেন : বিভাগ স্বামী-স্ত্রী