ফতোয়া: মুফতি মেরাজ তাহসিন

ফতোয়া নং: ৪১২৮
তারিখ: ১-জুন-২০১৬
বিষয়:

মুহতারাম মুফতী সাহেবের কাছে আমার প্রশ্ন হল, আমি যদি এ...

প্রশ্ন
মুহতারাম মুফতী সাহেবের কাছে আমার প্রশ্ন হল, আমি যদি এ বছরের যাকাতের সাথে সাথে আগামী দুই তিন বছরের যাকাত একসাথে অগ্রিম আদায় করে দেই, তাহলে কি আমার অগ্রীম যাকাত আদায় হবে?
উত্তর

ﺑﺴﻢ ﺍﻟﻠﻪ ﺍﻟﺮﺣﻤﻦ ﺍﻟﺮﺣﻴﻢ যাকাত মূলত আদায় করতে হয়,
বছরান্তে হাতে থাকা সম্পদের উপর ভিত্তি করে। যত সম্পদ থাকবে, তার চল্লিশ ভাগের এক ভাগ যাকাত দিতে হয়। তবে যাকাত আবশ্যক হবার পর, অগ্রীম দুই এক বছরের যাকাতের টাকা যাকাতের নিয়তের সাথে আদায়
করলেও তা আদায় হবে। তবে আগামী বছর আসলে হিসেবে করে দেখতে হবে, কত টাকা যাকাত এসেছিল? আর কত অগ্রীম আদায় করা হয়েছে? যদি দেখা যায়, যাকাত বাবদ আরো টাকা দিতে হবে, তাহলে আরো যাকাত আদায় করতে হবে। আর যদি দেখা যায়, অতিরিক্ত আদায়
করেছে, তাহলে তা পরবর্তী বছরের যাকাতের সাথে এ্যাড করেনিতে পারবে।
‎( ﻭَﻟَﻮْ ﻋَﺠَّﻞَ ﺫُﻭ ﻧِﺼَﺎﺏٍ ) ﺯَﻛَﺎﺗَﻪُ (ﻟِﺴِﻨِﻴﻦَ ﺃَﻭْ
‎ﻟِﻨُﺼُﺐٍ ﺻَﺢَّ ) ﻟِﻮُﺟُﻮﺩِ ﺍﻟﺴَّﺒَﺐِ، (ﺍﻟﺪﺭ ﺍﻟﻤﺨﺘﺎﺭ
‎ﻣﻊ ﺭﺩ ﺍﻟﻤﺤﺘﺎﺭ، ﻛﺘﺎﺏ ﺍﻟﺰﻛﺎﺓ، ﻣﻄﻠﺐ ‎ﺍﺳﺘﺤﻼﻝ ﺍﻟﻤﻌﺼﻴﺔ ﺍﻟﻘﻄﻌﻴﺔ ﻛﻔﺮ ﺑﺎﺏ ﺯﻛﺎﺓ ‎ﺍﻟﻐﻨﻢ- 2/293 ) ‎ﻭﻟﻮ ﻣﺮ ﺑﺄﺻﺤﺎﺏ ﺍﻟﺼﺪﻗﺎﺕ، ﻓﺄﺧﺬﻭﺍ ﻣﻨﻪ ‎ﻛﺜﻴﺮﺍً ﻣﻤﺎ ﻋﻠﻴﻪ ﻇﻨﺎً ﻣﻨﻬﻢ ﺃﻥ ﺫﻟﻚ ﻋﻠﻴﻪ ﻟﻤﺎ ‎ﺃﻥ ﻣﺎﻟﻪ ﺃﻛﺜﺮ ﻳﺤﺘﺴﺐ ﺍﻟﺰﻳﺎﺩﺓ ﻟﻠﺴﻨﺔ ‎ﺍﻟﺜﺎﻧﻴﺔ؛ ( ﺍﻟﻤﺤﻴﻂ ﺍﻟﺒﺮﻫﺎﻧﻰ، ﻛﺘﺎﺏ ﺍﻟﺰﻛﺎﺓ، ‎ﺍﻟﻔﺼﻞ ﺍﻟﺘﺎﺳﻊ ﻓﻰ ﺍﻟﻤﺴﺎﺋﻞ ﺍﻟﻤﺘﻌﻠﻘﺔ ‎ﺑﻤﻌﻄﻰ ﺍﻟﺰﻛﺎﺓ- 3/226 ، ﻃﺤﻄﺎﻭﻯ ﻋﻠﻰ ‎ﻣﺮﺍﻗﻰ ﺍﻟﻔﻼﺡ 588- ‎ﻭﺍﻟﻠﻪ ﺍﻋﻠﻢ ﺑﺎﻟﺼﻮﺍﺏ
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
এ বিষয়ে আরো ফতোয়া:
এ বিভাতের বাকি সকল ফতোয়া এখানে পাবেন : বিভাগ জাকাত