ফতোয়া: মুফতি মেরাজ তাহসিন

ফতোয়া নং: ৪১১৭
তারিখ: ১-জুন-২০১৬
বিষয়:

আমার এক দরিদ্র প্রতিবেশী অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়। তাকে...

প্রশ্ন
আমার এক দরিদ্র প্রতিবেশী অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়।
তাকে আমি হাসপাতালে দেখতে যাই।
সাথে তার জন্য আমার যাকাতের
টাকা থেকে পাঁচ হাজার
টাকা নিয়ে যাই। তন্মধ্যে যাকাতের নিয়তে এক হাজার টাকার কিছু জিনিস
কিনে নিয়ে যাই। আর বাকি চার
হাজার টাকা তাকে প্রদান করি।
জানার বিষয় হল, আমার পুরো পাঁচ
হাজার টাকা যাকাত হিসাবে আদায়
হয়েছে কি?
উত্তর
অসুস্থ লোকটি যাকাত গ্রহণের যোগ্য
হলে আপনার পুরো পাঁচ হাজারই যাকাত হিসাবে আদায় হয়েছে। কেননা যাকাত গ্রহণের যোগ্য ব্যক্তিকে নগদ
টাকা প্রদান করলে যেভাবে যাকাত আদায় হয় তেমনিভাবে যাকাতের
নিয়তে কোনো পণ্য কিনে দিলেও যাকাত আদায় হয়ে যায়। তবে কোনো পণ্য দ্বারা যাকাত আদায় করার চেয়ে নগদ অর্থ দ্বারা আদায় করাই শ্রেয়।
-বাদায়েউস সানায়ে ২/১৪৬; আদ্দুররুল মুখতার ২/২৫৬-২৫৭; রদ্দুল মুহতার ২/২৫৭; আলবাহরুর রায়েক ২/২০১; ফাতহুল কাদীর ২/১৪৪
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
এ বিষয়ে আরো ফতোয়া:
এ বিভাতের বাকি সকল ফতোয়া এখানে পাবেন : বিভাগ জাকাত