ফতোয়া: মুফতি মেরাজ তাহসিন

ফতোয়া নং: ৩৭০৩
তারিখ: ১-ফেব্রুয়ারি-২০১৬
বিষয়:

আমি কি আমার পিতার আপন মামাতো বোনকে বিবাহ করতে পারব?...

প্রশ্ন
আমি কি আমার পিতার আপন মামাতো বোনকে বিবাহ করতে পারব? সে বয়সে আমার ছোট। মাসআলাটি জানালে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ
থাকব।
উত্তর
হাঁ, পিতার মামাতো বোনকে বিবাহ করা জায়েয। কেননা পিতার মামাতো বোন মাহরামের অন্তর্ভুক্ত নয়। -সূরা নিসা (৪) : ২৪; তাফসীরে মাযহারী ২/২৬৫; বাদায়েউস সানায়ে
২/৫৩১
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
এ বিষয়ে আরো ফতোয়া:
এ বিভাতের বাকি সকল ফতোয়া এখানে পাবেন : বিভাগ বিবাহ-তালাক