ফতোয়া: মুফতি মেরাজ তাহসিন

ফতোয়া নং: ২৮৩৭
তারিখ: ১-মে-২০১৫
বিষয়:

আমাদের গ্রামের এক ছেলে ও এক মেয়ের মধ্যে দীর্ঘদিন ধরে...

প্রশ্ন
আমাদের গ্রামের এক ছেলে ও এক মেয়ের মধ্যে দীর্ঘদিন ধরে অবৈধ সম্পর্ক ছিল। গত তিন মাস
আগে দুই পক্ষের মুরব্বিরা বসে উভয়কে বিবাহ
পড়িয়ে দেয়। বিবাহের তিন মাস পরেই উক্ত মেয়ে
একটি ছেলে সন্তান প্রসব করে। এ নিয়ে গ্রামে
উত্তেজনা বিরাজ করছে।
আমরা জানতে চাচ্ছি যে, উক্ত সন্তানের নসব কি
ঐ ছেলের দিকে সাব্যস্ত হবে? আর গর্ভবতী
অবস্থায় সংঘটিত উক্ত বিবাহ কি সহীহ হয়েছে?
উত্তর
হ্যাঁ, প্রশ্নোক্ত বিবাহ সহীহ হয়েছে। আর ঐ
নারীর স্বামী (বিবাহের পূর্বে যার সাথে অবৈধ
সম্পর্ক ছিল সে) যদি নবজাতককে নিজের সন্তান
হিসেবে মেনে নেয় তাহলে শিশুটি তার সন্তান বলেই
বিবেচিত হবে এবং এ সন্তানের বংশসূত্র তার সাথেই সম্পৃক্ত হবে। -ফাতাওয়া তাতারখানিয়া ৫/২৬৫; ফাতাওয়া খানিয়া ১/৩৭১; আলমুহীতুল বুরহানী ৪/১৭২-১৭৩; ফাতাওয়া হিন্দিয়া ১/৫৪০
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
এ বিষয়ে আরো ফতোয়া:
এ বিভাতের বাকি সকল ফতোয়া এখানে পাবেন : বিভাগ স্বামী-স্ত্রী