ফতোয়া: মুফতি মেরাজ তাহসিন

ফতোয়া নং: ২০৭২
তারিখ: ১-সেপ্টেম্বর-২০১৪
বিষয়:

ফরয গোসলকারী ব্যক্তি নাপাক কাপড় পরা অবস্থায় যদি শরীরে পানি...

প্রশ্ন
ফরয গোসলকারী ব্যক্তি নাপাক কাপড় পরা অবস্থায় যদি শরীরে পানি ঢেলে অথবা কল ছেড়ে গোসল করে এবং ঐ কাপড় পরনে থাকা অবস্থায় পানি ঢেলে ভালোভাবে ধুয়ে নেয় তাহলে সে কাপড় পবিত্র হয়ে যাবে, নাকি তা খোলার পর তিনবার ধুয়ে নিতে হবে? জানিয়ে বাধিত করবেন।
উত্তর
নাপাক কাপড় পরে গোসল করার
ক্ষেত্রে যদি বেশি পরিমাণ পানি কাপড়ের উপর
ঢালা হয় এবং কাপড় ভালোভাবে কচলে ধোয়া হয় যার ফলে কাপড় থেকে নাপাকি দূর হওয়ার ব্যাপারে প্রবল ধারণা হয় তাহলে এর দ্বারা কাপড়টি পাক হয়ে যাবে। আর দৃশ্যমান কোনো নাপাকি থাকলে ঐ নাপাকি কচলে ধুয়ে দূর করে নিলে কাপড় পাক হয়ে যাবে। উল্লেখ্য, শরীর বা কাপড়ের কোনো অংশে নাপাকি লেগে থাকলে তা গোসলের আগেই পৃথকভাবে ধুয়ে পাক করে নেওয়া উচিত। -আদ্দুররুল মুখতার ১/৩৩৩; শরহুল মুনইয়া ১৮৩; আলবাহরুর রায়েক ১/২৩৮; আননাহরুল ফায়েক ১/১৫০


উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
এ বিষয়ে আরো ফতোয়া:
এ বিভাতের বাকি সকল ফতোয়া এখানে পাবেন : বিভাগ পাক-নাপাক