ফতোয়া: মুফতি মেরাজ তাহসিন

ফতোয়া নং: ২০৫২
তারিখ: ১-সেপ্টেম্বর-২০১৪
বিষয়:

এক ব্যক্তি মসজিদে ২ কাতার ফাকা রেখে ইমামের ইক্তেদা করেছে...

প্রশ্ন
এক ব্যক্তি মসজিদে ২ কাতার ফাকা রেখে ইমামের ইক্তেদা করেছে তার নামাজ হয়েছে কি?
উত্তর
হ্যাঁ। তার নামাজ হয়ে গেছে। তবে মাকরুহ হয়েছে। উল্লেখ্য এক্ষেত্রে মাঝে কোন মহিলা থাকলে নামাজ হবেনা।
সুত্রঃ বাদায়ে-১/৩৬২, শামি-২/৩৩১-৩২, আলমগিরি-১/৮৭, বাহর-১/৬৩৫, রহিমিয়া-৪/২০৫।

উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
এ বিষয়ে আরো ফতোয়া:
এ বিভাতের বাকি সকল ফতোয়া এখানে পাবেন : বিভাগ আজান-নামাজ