ফতোয়া: মুফতি মেরাজ তাহসিন

ফতোয়া নং: ২০৫১
তারিখ: ১-সেপ্টেম্বর-২০১৪
বিষয়:

সিজদার আয়াতের অর্থ পড়লে কি সিজদা দেওয়া ওয়াজিব?

প্রশ্ন
সিজদার আয়াতের অর্থ পড়লে কি সিজদা দেওয়া ওয়াজিব?
উত্তর
হ্যা, সিজদার আয়াতের অর্থ পড়লে ও সিজদা দেওয়া ওয়াজিব। কারন কুরআন শব্দ ও অর্থ উভয়টির নাম।
দলিল; বাদায়ে ১/৪৩০[দারুল ইহয়াউত তুরাব], খুলাসা ১/১৮৪[হক্কানিয়া], আলমগিরী ১/১৩১, তাতার খানিয়া ১/৫৫৯,

উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
এ বিষয়ে আরো ফতোয়া:
এ বিভাতের বাকি সকল ফতোয়া এখানে পাবেন : বিভাগ কুরআন