ফতোয়া: মুফতি মেরাজ তাহসিন

ফতোয়া নং: ২০৪৪
তারিখ: ১-সেপ্টেম্বর-২০১৪
বিষয়:

অসুস্থ মহিলার জন্য জন্মনিয়ন্ত্রন শরিয়তে জায়েজ আছে কি?

প্রশ্ন
অসুস্থ মহিলার জন্য জন্মনিয়ন্ত্রন শরিয়তে জায়েজ আছে কি?
উত্তর
অসুস্থতা যদি এমন হয় যে, বাচ্চা নিলে মৃত্যুর আশংকা আছে। তাহলে স্বামীর অনুমতি ছাড়া ই জন্ম নিয়ন্ত্রন করা জায়েজ আছে। আর যদি এমন অসুস্থ হয় যে, মৃত্যুর আশংকা নেয়, তবে কষ্ট বেশি বা রুগ বৃদ্বি হবে, তাহলে স্বামীর অনুমতি নিয়ে নিয়ন্ত্রন ব্যাবস্তা গ্রহন করতে পারবে। নতুবা পারবে না। আর যদি এই বিশ্বাস রেখে জন্ম নিয়ন্ত্রন করে যে, বাচ্চা বেশি হয়ে গেলে খাওয়াতে পারবে না। দারিদ্রতা আসবে তাহলে জন্ম নিয়ন্ত্রন করা হারাম হবে।
দলিলঃ-
নাহরুল ফায়েক। শামী ২/৩৯০.(বাবুন নেকাহির রাকিক) এমদাদুল মুফতিয়িন পৃঃ৮০৯

উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
এ বিষয়ে আরো ফতোয়া:
এ বিভাতের বাকি সকল ফতোয়া এখানে পাবেন : বিভাগ স্বামী-স্ত্রী