অনুবাদ পড়ার সময় ভুলগুলো এক ক্লিকে ঠিক করুন

অনুবাদের কম্পোজে যদি কোনো বানান ভুল দেখেন। অথবা OCR এ স্কেন পেইজের সাথে টেক্সটের গড়মিল দেখেন তবে আপনি নিজেই ভূলগুলো ঠিক করে ফেলতে পারবেন।

পদ্ধতিটা একদম সহজ। লেপটপ বা ডেস্কটপে পড়ার সময়, যে শব্দে ভুল আছে সেই শব্দটার উপর মাউজ দিয়ে ক্লিক করুন। এর পর এটা ঠিক করে, দেখেন নিচে একটা "Save" বাটন এসেছে, সেটায় ক্লিক করুন। Done.

কোনো লগইন করা, অন্য পেইজে যাওয়ার কিছু নেই। আপনার পড়ার ফ্লোও নস্ট হবে না।

এটা উইকিপিডিয়ার মত। আপনার চেইঞ্জগুলো লগ হয়ে থাকবে। কেউ কোনো কন্টেন্ট মুছে দিলে লগ থেকে রিভার্ট করা যাবে।

প্রতিদিন কে কতবার এডিট করেছে সেই রিপোর্ট পাবেন এখানে।

http://habibur.com/edit-log/

আপনাদের সহজোগিতার জন্য ধন্যাবাদ।

জাজাকাল্লাহ।